
ভালপারাই
“আকাশে একসাথে এত তারা দেখেছিস কখনও?” শিভাস রিগালের গ্লাসে একটা হালকা চুমুক দিয়ে প্রশ্নটা করল অর্ণব। চোখ আকাশের দিকে। গোটা আকাশটা জুড়ে অক্ষরিকভাবেই থিক থিক করছে অগুনতি তারা। ঘন জঙ্গল অন্ধকারের মধ্যে কাঠ দিয়ে জ্বালানো বন-ফায়ার ঘিরে আমরা ছ’জন। কুরমুর করে কাঠ পুড়ছে। পাশে বসানো বারোবিকিউ-এর স্কিউয়ারগুলিকে মাঝে মাঝে ঘুরিয়ে…