ঈশ্বরের সন্তান
১ আমার জন্মের পর আমার পিতা তেমন কিছু অনুভব করেননি। ভারতীয় উপমহাদেশে তাঁর পুত্র সন্তান হওয়া সত্ত্বেও তিনি চুপচাপ আমাকে আর মাকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলেন। আমার বারো বছর বয়সে আমি একথা জানতে পারি। আমি হওয়ার সময়ে তিনি যে মায়ের অযত্ন বা অবহেলা করেছেন, তা নয়। বরং যেহেতু ওঁরা তখন…