শ্রীচ্যাটার্জির নিবৃত্তিবাসনা
প্রিয় পাঠক ও গুটিকয় পাঠিকা, গল্প লিখবার পূর্বেই এই ভয় আমাতে চাগিয়ে বসল যে, গল্পটিকে আপনারা হাসির গল্প বলে ভ্রম করবেন। সেই ভ্রম না করবার যথেষ্ট কারণ নেই, তা অস্বীকার করি না। বিশেষত মানুষের জীবনে উত্থান ও পতন সদাসর্বদাই অপরের হাসির কারণ হয়েছে। লেখক হিসেবে আমারও তেমন কোনও তেজঃরেত নেই…