কিছু ছ্যাঁচড়ামো আর বোকা-বোকা প্রেম
এ কথা অনেকেই স্বীকার করে নেবেন যে স্কুল-কলেজ জীবনের সেরা সময়। সেই অনেকের মধ্যে আমিও একজন। স্কুলজীবনে এমন সব ঘটনা ঘটেছে, যা আদৌ ঘটতে পারে বলে ভাবিনি, এমন এমন চরিত্র দেখেছি যারা কোনওদিন উপন্যাস, সিনেমায় ভেসে ওঠেনি, কিন্তু তাঁদের ক্যারিশ্মা দিয়ে বাজিমাত করে বেরিয়ে গেছে। এই ক্যারিশ্মা ভীষণ মধ্যবিত্ত, অনেক…