পেনেটির সেই রাত
“খিদিরপুরের কাছে নাকি আবার মহারাজা নন্দকুমারকে দেখা গেছে।” কাগজটা মুড়ে রাখতে রাখতে জানালেন শ্যামলকৃষ্ণ। “কেন গুলিখোরদের লেখাগুলো পড়ে অনর্থক সময় নষ্ট করেন বলুন তো?” সুধীন ভ্রূ কোঁচকালেন। “তা বললে চলবে কেন দাদা? মহারাজা যে ঘোড়ার গাড়ি করে ঘুরে বেড়াচ্ছেন সে খবর বেরোনোর পর কাগজওলাদের বিক্রিবাটা বেড়ে গেছে রীতিমতন।” সত্যেন খুব…