A+ A-

যোগাযোগ


পাইনকোন বাংলা গদ্য, গল্প আর গপ্পোর ওয়েবম্যাগ। কী থাকবে এখানে? শুধু গল্প আর গদ্য আর অবশ্যই গপ্পো। নতুন লেখা ছাড়াও থাকবে গদ্য বা গল্পের বইয়ের প্রিভিউ হিসাবে সেই বই থেকে বেছে নেওয়া গল্প এবং সেই বই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। থাকবে বইয়ের রিভিউ।

কনটেন্ট নিয়মিত আপডেট হতে থাকবে। ম্যাগাজিনের মতো ইস্যুভিত্তিক রিলিজ হবে না। তবে আপডেট পেতে থাকবেন পাইনকোন-এর ফেসবুক পেজে

সম্পাদকের ঠিকানা editor.pinecone@gmail.com, পাঠিয়ে দিন আপনার গল্প, গদ্য, গপ্পো পছন্দসই কোনও গদ্য বইয়ের প্রিভিউ বা রিভিউ।

প্রকাশিত লেখার লেখকদের পাইনকোনের তরফ থেকে বই উপহার দেওয়া হবে।


পাইনকোনে নতুন লেখা যোগ হলে ইমেল মারফত নোটিফিকেশন পেতে চান? নিচের ফর্মে আপনার মেল আইডি পূরণ করে আমাদের পাঠিয়ে দিন।