সুয়োকথা দুয়োকথা
সঙ্গীতা দাশগুপ্তরায় ওরফে সই ওরফে ‘তেকেনা’র লেখার সাথে পরিচয় আমার তা হল প্রায় আট-দশ বছর। বাংলালাইভে প্রকাশিত ‘পরিকথা’ গল্পের লিংক যে দিয়েছিল সে লেখক সম্পর্কেও কিছু তথ্য দেয়, কিছুটা অনাবশ্যকভাবেই। নিতান্ত অপ্রয়োজনীয় সেসব কথায় আমার কৌতূহল জাগে। তাহলে কি এই লেখক এমন কিছু লিখেছেন, যা হজম করতে পেটরোগা বাঙালির একটু…