সাঁওতাল শব্দের অর্থ অনুসন্ধানে
অভিমন্যুদার (অভিমন্যু মাহাত) পোস্ট থেকে জানলাম একটি ‘অভিনব বাংলা অভিধান’-এ সাঁওতাল জাতির পরিচয়ে বলা হয়েছে — ‘সাঁওতাল পরগনার আদিম অধিবাসী; অসভ্যজাতিবিশেষ।’ সবচেয়ে মজার কথা, এই অভিধানটির সম্পাদকমণ্ডলীতে আছেন ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, শিক্ষাবিদ, অধ্যাপক, অধ্যক্ষ ইত্যাদি প্রভৃতি পদাধিকারীরা! সত্যিই কী বিচিত্র ‘সভ্যগণ’ ও তাঁদের ‘সভ্যতা’! এবং ‘শব্দসঞ্চয়িতা’ নামক আরও একটা অভিধানে অনুরূপ…