A+ A-

মুরগি কথা

আমার মা উলটো। মুরগি পুষবে অথচ ডিম খাবে না। মাংস খাবে না। এই শখ করে মুরগি পোষা নিয়ে মাঝে মাঝে আমার রাগ হয়। আমাদের বাড়ির চারিদিকে গাছ। সামনে আমবাগান। তার দু’পাশে সারি সারি বাঁশবাগান। আর একটু পেরিয়ে সবুজ মাঠ। তবে আমাদের এলাকাটা মফস্বল। বাড়ি থেকে হাঁটা পথেই স্কুল, ব্যাঙ্ক, পোস্ট অফিস, থানা… গ্রামের পাশ দিয়ে গেছে জলঙ্গী। এই নদী আমার নিত্যদিনের মনখারাপের সঙ্গী। বিকালের পড়ন্ত আলো বুকে নিয়ে যখন একটু একটু করে জেগে ওঠে, আমি তার পাশে চুপ করে বসি।

আমাদের বাড়ির চারপাশে গাছপালা আর ফাঁকা হওয়ায় একটু বেশিই শেয়াল, কুকুরের উপদ্রব। একটু সুযোগ পেলে সামনে যা পাবে কপাৎ… এ নিয়ে মায়ের আক্ষেপ থাকলেও অনুশোচনা নেই। মুরগি পুষবেই। তবে আব্বা পছন্দ করে গাছপালা লাগাতে। আমাদের বাগানে আম, জাম, লেবু, সুপারি, কাঁঠাল কী নেই! সব আব্বা নিজে হাতে লাগিয়েছে। সবজি লাগানো আবার তার ভীষণ পছন্দের। উঠোন বলতে শান বাঁধানো সামনে যে জায়গাটুকু আছে। সেখানেই মাচা তুলে পুঁইশাকে মুড়িয়ে রেখেছে। মাঝে মাঝে চালকুমড়ো বা ঢাকাইকুমড়োর গাছ বাগানে লাগিয়ে এই মাচায় তুলে দেয়। আমাদের বাগান আর উঠোনের মধ্যে দূরত্ব খুব কম বলে এই সুবিধা পায়।

যাই হোক, কিছুদিন আগে মা বারোটা ডিম তাওয়াতে দিল। সপ্তাহখানেক পর দেখা গেল আটটা ফুটফুটে বাচ্চা উঠেছে। মা খুব খুশি। তখনও মা খেয়াল করেনি একটি বাচ্চা স্বাভাবিক নয়। তাওয়া থেকে যেদিন নামল, দেখা গেল একটি বাচ্চার একটি পা খোঁড়া। মুরগির বাচ্চাগুলো এমনিতেই ভীষণ ছটফটে হয়। কিন্তু ওই সাতের সঙ্গে এই এক পেরে উঠছে না নিজেদের পৃথিবীর সঙ্গে তাল মেলাতে।

চোখের সামনে এক প্রতিবন্ধী শিশু মুরগির বেড়ে ওঠার লড়াই দেখাটা সত্যিই ভীষণ যন্ত্রণাদায়ক। আমাদের মানুষের মতো তো ওদের হাত নেই। প্রতিবন্ধী শিশুকে মা যেমন খেয়াল রাখে, হাত দিয়ে খাওয়ায়, হাত ধরে ধরে হাঁটায়, ধরে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায়… এদের যেন কেউ নেই। সম্পূর্ণ একার লড়াই। এই লড়াইয়ের হারজিত আমাদের চোখে পড়ে না।

মা মুরগি পুষলেও, তাদের খেয়াল রাখে আব্বা। আব্বার সবকিছুতেই একটু বাড়াবাড়ি আমার মনে হয়। কিন্তু এই বাড়াবাড়িটা বড়ই হৃদয়গামী। একজন মা যতবার তার শিশুকে ডেকে ডেকে খাওয়ায় আব্বাও মুরগিগুলোকে সেভাবে খাওয়ায়। আশ্চর্য ব্যাপার হল, আব্বাকে বাজার করে বাড়ি ফিরতে দেখলে মুরগিগুলো সঙ্গে সঙ্গে আব্বার কাছে চলে আসে। এর আগে একবার ছাগল পুষেছিল। নামটা আমিই দিয়েছিলাম, মন্টু। মন্টু আব্বার এতটা কাছের হয়ে গেছিল যে টিভির ঘরে এসে পর্যন্ত বসত।

সেদিন মুরগিগুলো গেট পার হয়ে বাগানের দিকে চলে গেছে। শুধু ওই প্রতিবন্ধী মুরগিটি ছাড়া। ‘পিক, পিক’ করে ডাকছে। মা বলল, “দ্যাখ, তো মুরগিটা বোধ হয় পেরোতে পারছে না।” আমি পেরিয়ে দিতে গেছি, ওমনি মা মুরগি চঞ্চু বাড়িয়ে তেড়ে আসছে। আর একটু হলেই ঠোকরাত।

পাখিদের জগৎটা মানুষদের থেকে আলাদা নয়। একজন অসহায় মা মুরগির চোখরাঙানি যেন বলছিল, এই মনুষ্যসমাজকে বিশ্বাস করি না। আজ বারবার মনে হচ্ছে, পাখিদের জন্য কোনও হুইলচেয়ার হয় না? ক্রাচ হয় না? নাকি এই আমরা নিজেদের দখলে পৃথিবীকে প্রতিবন্ধীদের সংগ্রহশালা গড়ে তুলছি? যেখানে শুধু মানুষ আর মানুষ। ডিম নেই। অথচ ফুটে ওঠার কত কলাকৌশল!

সেলিম মন্ডল

সেলিম 'তবুও প্রয়াস' লিটল ম্যাগটির সম্পাদনা করেন। মূলত কবিতা লেখেন। সেইসঙ্গে মাঝেমধ্যে গল্প, গদ্য লেখার চেষ্টা করে থাকেন।

Read Next: আমার ঝাড়গ্রাম (১ম পর্ব)

  • খুব ভালো লাগলো। ছোটবেলায় রুশ সাহিত্যে, মানে ছোটদের বইতে এক ধরণের সহজ, জীবন থেকে নেয়া ভাষা পেতাম, যেটা খুব ভালো লাগতো, মনে হত আমাদের বইগুলির ভাষা হয়তো সুন্দর কিন্তু এমন সাদা সহজ নয়। এটা ঠিক তখন মনে হত না, কিন্তু একটা কিছু miss করতাম। সেলিম এর লেখাটা ঠিক তেমনি। বিষয় এবং বিন্যাস আর ভাষা- ! Selim, you must continue to write….

Join the Discussion

Your email address will not be published. Required fields are marked *